সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় বিভিন্ন দোকানে চালিয়ে আট লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড দক্ষিণ জোনের যৌথ অভিযানে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজার, পন্ডিতের হাটের কয়েকটি দোকান থেকে এ জাল জব্দ করা হয়। তবে অভিযানের কথা জানতে পেরে দোকানদাররা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি অপারশেন দল সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজার ও পন্ডিতের হাটে অভিযান চালায়। এ সময় কয়েকটি দোকান থেকে আট লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মৎস্য অফিসারের উপস্থিতিতে মেঘনা নদীর পাড়ে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানের খবর টের পেয়ে দোকানদাররা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মৎস্য সম্পদ রক্ষায় তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply