সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি।। ভোলায় গত ১৫ দিনে ১০১ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত গত ৩ দিনে নতুন করে আরো ৫২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে গত ৩১ জুলাই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল দশজন। তবে আশঙ্কার কথা হচ্ছে গত ৪দিনে ১৫ জন স্থানীয় ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এর আগে সব রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে ভোলা এসেছিল।
সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার এসব তথ্য নিশ্চিত করেন জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের হয়েছে আরো ২২ জন। এদের মধ্যে ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন ২৫ জন, লালমোহন, মনপুরা ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন ১২ জন।
ভোলায় শনাক্ত হওয়া ১০১ জন ডেঙ্গু রোগী মধ্যে ৬১ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। আশঙ্কাজনক দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। আর বাকি ৩৭ জনকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে এর আগে ভর্তি রোগীরা ঢাকা থেকে আক্রান্ত হয়ে আসলেও গত ৪ দিনে স্থানীয় ভাবে ১৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
তবে আশঙ্কার তথা হচ্ছে আগামী ঈদে যারা ঢাকা থেকে বাড়িতে আসবে, তাদের অনেকেই ডেঙ্গু জীবানু নিয়ে আসবেন। তাদের মাধ্যমে ভোলায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে ধারনা করছেন জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান এই কর্মকর্তা।
Leave a Reply