রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চ ঘাটে ঢাকাগামী কর্নফুলী-১৩ লঞ্চের ধাক্কায় টার্মিনালে অপেক্ষামান ২৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। এতে নদীতে পড়ে এক যাত্রী নিখোঁজ রয়েছে।
শুক্রবার (১০ মে) বিকেলে চরফ্যাশন বেতুয়া ঘাট থেকে ছেড়ে আসা এমভি কর্নফুলী-১৩ লঞ্চটি সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চ ঘাটে ভিড়ানোর সময় টার্মিনালে জোরে ধাক্কা দেয়। এতে টার্মিনালে থাকা প্রায় ৫০ জন অপেক্ষামান যাত্রী নদীতে পড়ে যায়।এসময় ৩০ যাত্রী গুরুতর আহত হয়। এবং হৃদয় নামের এক যাত্রী নিঁখোজ রয়েছে। তার বাড়ী টাঙ্গাইলে জেলায় বলে জানা যায়। এছাড়াও লঞ্চের ধাক্কায় টার্মিনালটি ধুমরে-মুচড়ে যায়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লঞ্চটিতে যাত্রী বোঝাই থাকায় ধাক্কা মেরে দ্রুত ঘাট ত্যাগ করাতে আটক করা সম্ভব হয়নি। তবে ওই লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে । মামলার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply