রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বিয়া আমার ,বউ আমার ঘরে থাকবে,বিয়া করে কি ভুল করলাম ?এমন কথা বলে রেহাই পাইনি চাঁদাবাজদের হাত থেকে। চার কলেমা আর শরা পরে নিজ স্ত্রীকে নিয়ে ঘড়ে ওঠা মাত্রই চলে আসে একদল চাঁদাবাজ। তাদের দাবী বিয়া করছেন প্রমান কি ?এমন অভিযোগ এনে ১০ হাজার টাকা চাঁদাদাবী করে ওরা এগারো জন।ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নে।সুত্র মতে জানাযায়, ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চকিদার বাড়ির কুদ্দুস চকিদার পাঁচ দিন পূর্বে মাদারীপুর জেলার রাজৈর থানাধীন সুতারকান্ধি ব্যাপারি বাড়ির আলম ব্যাপারি মেয়ে রানি বেগম(২৭)কে ১লক্ষ ১টাকা দেনমহরে বিবাহ করেন বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের মৃত রহমান চকিদারে ছেলে কুদ্দুস চকিদার।
তিনি গতকাল সাড়ে সাতটার সময় সোলনা বাজরে আসলে তাকে গিরে ফেলে একদল চাঁদাবাজ।তাদের দাবী নতুন বিবাহ করেছেন আমাদের মিষ্ঠি খাওয়ার জন্য ১০ হাজার টাকা দেন।ওই সময় কুদ্দুসের পকেটে মাত্র ৩৭ টাকা থাকায় তিনি দাবীকৃত টাকা দিতে না পারায় নতুন নাটক সাজায় ওই এলাকার আয়নাল মেম্বর ।তিনি বলেন আলমিনের কাছ থেকে আমরা সাত হাজার টাকা দারবাবদ নিলাম আপনি পরে আলামিনকে টাকা ফিরে দিবেন ।
এই কথা বলে সটকে পরে সুচতুর আয়নাল মেম্বর ।সুত্র মতে জানা যায়,ওই টাকার জন্য একই এলাকার মামুন,জালাল,কালু, মিযান,রবিউল,শামিম,কামাল শাকিল,আলামিন,রাকিব চাপ দিতে থাকেন ।এদিকে দার বাবদ সাত হাজার টাকা অন্য দিকে বাকি তিন হাজার টাকা মোট দশ হাজার টাকা পরিশোধ করতে হবে আজ বিকেল সাড়ে পাঁচটার সময় ।কুদ্দুস নিজেই যেন দিশেহারা হয়ে পরেছেন।
সুত্র বলছে,কুদ্দুসের প্রথম বিয়ে করেন সে ঘরে একটি ছেলে সন্তন রয়েছে,তবে তা বিছিন্ন থাকায় তিনি পরিবারের কথা শুনে এবার আরেকটি বিয়ে করেন সে ঘরেও একটি মেয়ে সন্তন রয়েছেন।এ বিষয় কুদ্দুসের কাছে জানতে চাইলে তিনি বলেন ,আমি তো গরিব মানুষ এত টাকা পামু কই অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের কাছে অভিযোগ দিলে কোন উপকার আসবে তা জানি না।
বিস্তারিত আসছে….
Leave a Reply