শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন নিজ বাসায় খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।রবিবার (১০ ফেব্রুয়ারি) সাড়ে ৯টার নিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারের নিজ ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের আলামত দেখে সিআইডি’র ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আর পুলিশ বলছে, পলাতক দুই গৃহকর্মীই এ খুনের সঙ্গে জড়িত।
রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের ১৬ তলায় নিজ ফ্ল্যাটে থাকতেন ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরীর পারভীন ও তার স্বামী ইসমাত কাদির গামা। তাদের সঙ্গে এ বাসায় থাকতেন তিনজন নারী গৃহকর্মী। গতকাল সন্ধ্যায় বাসায় ঢুকে স্ত্রীর মৃত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন ইসমাত কাদির গামা। ঘটনাস্থল পরিদর্শন শেষে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন সিআইডি কর্মকর্তা।
জানাযায়, মুখে বালিশ চাপা ছিলো। আর এখনও হাত দুটো উঁচু করা আছে। মনে হয় পিছন দিক দিয়ে কিছু দিয়ে টান দিয়ে মেরেছে।সিআইডির উপপরিদর্শক কে এম মোতালিবব হোসেন বলেন, আঘাতের চিহ্ন নেই। তবে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নগদ টাকা-পয়সা ও গহনা লুট করতেই দুই গৃহকর্মী মিলে তাকে হত্যা করেছে বলে ধারণা পুলিশের। বাসায় থাকা অপর নারী গৃহকর্মী মানসিক ভারসাম্যহীন হলেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
নিউমার্কেট থানা উপ-পুলিশ পরিদর্শক স্বপন কান্তি দে বলেন, এই ঘটনা আমরা তদন্ত করে দেখছি। তদন্তের পর বিস্তারিত প্রকাশ করা যাবে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
Leave a Reply