শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় ফারহানা আক্তার মীম (২০) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহত ফারহানা আক্তার মীম (২০) গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানার কদুরিয়া এলাকার মো. ফারুক হোসেনের মেয়ে। সে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।মীম গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি বগারটেক এলাকায় সপরিবারে বসবাস করত।
গাজীপুরের ট্রাফিক পুলিশের সিনিয়র এএসপি সালেহ উদ্দিন আহমেদ জানান, ‘শনিবার বেলা ১২টার দিকে মীম কলেজ থেকে বাসায় ফেরার পথে গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে মীম গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।’
সালেহ উদ্দিন আহমেদ আরও জানান, ‘ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করে আগুন ধরে দেয়। এসময় স্থানীয়রা কাভার্ডভ্যানের চালক আজাহারকে (৩৫) গণপিটুনি দেয়। মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়।’
গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সামসুল হক জানান, ‘পুলিশ প্রটেকশন নিয়ে কাভার্ডভ্যানের আগুন নেভাতে গেলে বিক্ষোভকারীরা ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা চালায়। এসময় ফায়ার সার্ভিসের গাড়ির চালকসহ চার দমকলকর্মী আহত হয়েছেন।’
Leave a Reply