রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:সাদিক ভাই বলছে ডিস লাইন সব দখল করতে, আমার এলাকার ডিস লাইন এখন থেকে আমি চালামু। এমন দম্ভোক্তি করে নগরীর ফিশারী রোড এলাকার বজলুল গনি চৌধুরীর ছেলে পলাশ ওরফে ডিস পলাশ। গত শুক্র ও শনিবার শেরে বাংলা সড়ক, চহতপুর এলাকার এক ডিস ব্যবসায়ীর লাইনের ক্যাবল কেটে ফেলেছে পলাশ বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত চহতপুর এলাকার বাসিন্দা বাদশা খান স্কাই ভিশন ক্যাবল নেটওয়ার্কে পরিস্কার ছবি গ্রাহকদের দেখিয়ে আসছেন। এতে স্কাই ভিশনের গ্রাহক সংখ্যা দিন দিন বাড়তে থাকে।
এ কারণে শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে ডিস ব্যবসায়ী বাদশা খানের প্রায় ২০/২৫টি সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে পলাশ। এ সময় জননন্দিত মেয়র সাদিক আব্দুল্লাহর দোহাই দিয়ে উক্ত দম্ভোক্তি করে ডিস পলাশ।
ফলে ঘটনার সময় বাদশা খান কিছু বলার আগেই তাকে ডিস ব্যবসা করতে দেয়া হবেনা বলে ছাপ জানিয়ে দেয় পলাশ। এ বিষয় বরিশাল জেলা ক্যাবেল অপারেটর এসোসিয়েশন’র সভাপতি শিবুদাস বলেন, ঘটনা আমি শুনছি তবে মেয়র সাহেবের কথা বলে এমন ঘটনা ঘটিয়েছে তা আমাদের জন্য দুঃখজনক। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এ বিষয়ে কমিটিতে যারা আছেন তাদের সবাইকে নিয়ে মেয়র মহোদয়ের কাছে যাব এবং এর সুষ্ট বিচার তিনি করবেন বলে আমাদের বিশ^াস।
এয়ারপোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুবুর রহমান বলেন, এখন পর্যন্ত এ ধরণের কোন অভিযোগ থানায় আসেনি। যদি অভিযোগ আসে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলে এক পর্যায় তার পিএস সুমন সেরনিয়াবাত ফোন রিসিভ করে বলেন, মেয়রের সাথে কথা বলতে হলে সন্ধ্যার পর ফোন দিবেন।
Leave a Reply