বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) ভর্তি আছেন ২৫৭ জন। এ দিকে গত বুধবার (৭ আগস্ট) ভর্তি ছিল ২৩৬ জন।
বিগত কয়েক দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৭৪ জন। এর মধ্যে পুরুষ ৪৫, মহিলা ২০ ও শিশু ৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ জন।
এর মধ্যে পুরুষ ৪৪, মহিলা ৫ ও শিশু ৪। গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত ভর্তি হয়েছে ৫২০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে অথবা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গেছে ২৬৩ জন।
এ দিকে ডেঙ্গু রোগীদের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় তাদের চিকিৎসায় পৃথক একটি ওয়ার্ড খোলা হবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ডা. মো বাকির হোসেন।
Leave a Reply