বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় সংসদ ভবন এলাকার জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তার দাফন সম্পন্ন হয়। তিনি শায়িত হলেন স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে।
এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয় তার জানাজা। জানাজায় অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা, দলীয় কর্মী এবং লাখ লাখ সাধারণ মানুষ। মানুষের এই বিপুল উপস্থিতি প্রমাণ করে খালেদা জিয়ার প্রতি জনগণের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। প্রায় আট দশক বয়সে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন এবং দেড় মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সূচনা ঘটে গভীর শোক ও সংকটের মধ্য দিয়ে। ১৯৮১ সালের ৩০ মে স্বামী জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপি রাজনৈতিক অনিশ্চয়তায় পড়ে। সেই সময় একজন সাধারণ গৃহবধূ হিসেবে রাজনীতিতে এসে দলের হাল ধরেন খালেদা জিয়া। ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।
চার দশকের রাজনৈতিক জীবনে তিনি কখনো ব্যক্তিগত আক্রমণের রাজনীতিতে বিশ্বাস করেননি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি কখনো ব্যক্তিগত আক্রমণ করে কথা বলি না।” তার এই রাজনৈতিক শালীনতা ও দৃঢ়তা তাকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
খালেদা জিয়ার দাফনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ যুগের পরিসমাপ্তি ঘটল।
Leave a Reply