বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে এইচএসসি ও আলিম পরীক্ষায় এ প্লাস ও এ গ্রেড পাওয়া দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সেলিং দেওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) ব্যারিস্টার মঈন ফিরোজীর স্থানীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রাজাপুর ও কাঁঠালিয়ার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ১৫৮ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিতির মধ্যে ৯৯ জন ছাত্রী এবং ৫৯ জন ছাত্র ছিলেন।
সংবিধান সংস্কার কমিটির সদস্য ও বিএনপি নেতা ব্যারিস্টার মঈন ফিরোজী এবং ফৌজিয়া সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা সামদ ফিরোজী এই সংবর্ধনার আয়োজন করেন। শুরুতেই বিশ্ববিদ্যালয়–পড়ুয়া কয়েকজন মেধাবী শিক্ষার্থী অভিজ্ঞতা শেয়ার করেন। তারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি, পছন্দ–নির্বাচন, ভবিষ্যৎ দিকনির্দেশনা, উচ্চশিক্ষার চ্যালেঞ্জ ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে একটি ক্যারিয়ার গাইডলাইন সেশনও পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যারিস্টার মঈন ফিরোজী তরুণদের উদ্দেশে বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে শিক্ষার বিকল্প নেই। মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হলে পরিকল্পিত ক্যারিয়ার গঠন জরুরি। বিশেষ অতিথি সাবরিনা সামদ ফিরোজী বলেন, ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় শিক্ষা–সহায়তা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, ঝালকাঠি জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ–সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, রাজাপুর ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি শাকিল, সাধারণ সম্পাদক রাশেদ কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সঞ্চালনা করেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জলিল আদিব। অনুষ্ঠানের শেষ অংশে ফৌজিয়া সামাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। ভবিষ্যতে আরও বিস্তৃত শিক্ষা–সহায়তা ও ক্যারিয়ার উন্নয়নমুখী কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়।
Leave a Reply