সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ নারী পুরুষ সবার জন্যই আইন সমান। শুধু পুরুষেরাই যৌতুক লোভী হয় না নারীরাও যৌতুক লোভী হয় এ কথা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে স্ত্রী দ্বারা নির্যাতিতা এক স্বামী। সমাজে প্রচলিত কথা স্বামীরা যৌতুকের জন্য স্ত্রীদের নির্যাতন করে।এ কথা মিথ্যা প্রমাণিত করতেই আইনের দ্বারস্থ হয়েছে ভুক্তভোগী স্বামী আকতার হোসেন। বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট খড়কী এলাকায়।
তিনি যৌতুকের অভিযোগ এনে তার স্ত্রী জাহানারা খাতুনের বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা দায়ের করেছেন।১২ আগস্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহীন উদ্দিন বিচারাধীন আদালতে মামলাটি দায়ের হয়।
অভিযোগে আকতার আদালতে বলেন ২০১৬ সালের ১৯ জানুয়ারী একই উপজেলার লেঙ্গুটিয়া গাজীরচর এলাকার সিরাজুল হকের মেয়ে জাহানারাকে বিয়ে করেন তিনি।বিয়ের কিছুদিন যেতে না যেতেই জাহানারা ৫ লাখ টাকা যৌতুক দাবী করে।এতে অপারগতা প্রকাশ করলে জাহানারা তার ভগ্নিপতির বাড়ি চলে যায়।যৌতুক বিহীন সংসার করার দাবীতে তিনি শালিস মিমাংসার আহবান করেন।গত ১০ আগস্ট বরিশাল সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের জাহানারার এক আতœীয়ের বাসায় শালিস মিমাংসা হয়।সেখানে জাহানারা তার দাবীকৃত যৌতুকের টাকা ব্যাংকে জমা না দিলে সংসার না করে সম্পর্ক ছিন্ন করার হুমকি দেয়।শালিসদাররা মিমাংসা করতে ব্যর্থ হয়।এভাবে অভিযোগ দিয়ে মামলা দায়ের হলে আদালত বিসিসির ৬ নং ওয়ার্ডের কাউন্সিলরকে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের আদেশ দেন বলে আদালত সূত্র জানায়।
Leave a Reply