শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:মেহেন্দিগঞ্জ উলানিয়া ইউনিয়নের বুড়িরপোল এলাকা থেকে ৫০ পিচ ইয়াবা সহ ইয়াবা ব্যবসায়ী জিদাহ মোল্লাকে আটক করেছে পুলিশ। গতকাল বিকাল ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানার এস.আই ইয়াদুল ও এ.এস.আই দেলোয়ারের নেতৃত্বে পুলিশের টিম বুড়িরপোল এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় পৌরসভার বদরপুর গ্রামের জামাল মোল্লার ছেলে ইয়াবা ব্যবসায়ী জিহাদ মোল্লাকে হাতেনাতে আটক করেণ।
স্থানীয়রা গণমাধ্যমকে জানান জিহাদ দীর্ঘদিন যাবত ক্ষমতাশীন দলের এক নেতার ছত্রছায়ায় থেকে মেহেন্দিগঞ্জে রমরমা ইয়াবা বানিজ্য করে আসছে। জিহাদ পুলিশের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী বলে জানান স্থানীয়রা। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীন খান গণমাধ্যমকে জানান, ইয়াবা সহ মাদক ব্যবসায়ী জিহাদ মোল্লাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Leave a Reply