মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ স্বল্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে কবুতর রেসিং হয়েছে।
রোববার সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে আমতলী পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার পথ দূরত্বের এ কবুতর রেসিং হয়। এতে আমতলী কবুতর ক্লাব সভাপতি মো. গাজী সেলিমের কবুতর প্রথম হয়। কবুতরটি মিনিটে প্রায় আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে।
রোববার সকালে কুয়াকাটা থেকে ২০ জোড়া কবুতর ছাড়া হয়। চিহিৃত করতে কবুতরের পাখায় কবুতর ক্লাবের সিল দেয়া হয়। ২০ জোড়া কবুতরের মধ্যে গাজী সেলিমের কবুতর ১৪ মিনিট ৩০ সেকেন্ডে প্রথম, আলমগীর মৃধার কবুতর ১৫ মিনিটে ৫৫ সেকেন্ডে দ্বিতীয় এবং এনায়েত হোসেন কবুতর ১৬ মিনিটে ৫৫ সেকেন্ডে আমতলীতে এসে তৃতীয় হয়। এ কবুতর রেসিংয়ের বিচারক ছিলেন আমতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিজিত কুমার মোদক।
তিনি বলেন, সিল দেয়া ২০ জোড়া কবুতর কুয়াকাটা থেকে ছাড়া হয়। ওই ৩০ জোড়ার মধ্যে সেলিমের কবুতর প্রথম, আলমগীর মৃধা কবুতর দ্বিতীয় এবং এনায়েত করিমের কবুতর তৃতীয় হয়েছে।
ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ স্বল্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তিত হওয়ায় আমতলীতে কবুতর রেসিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। মনোমুগ্ধকর এ আয়োজন এই প্রথম আমতলীতে অনুষ্ঠিত হয়। সুবর্ণ জয়ন্তীর দিনটি স্বরণীয় করে রাখতেই এ কবুতর রেসিংয়ের আয়োজন।
Leave a Reply