রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি।। ভোলায় করোনা ভাইরাস সংক্রমণরোধে জনসচেতনতা সৃষ্টিতে পথচারি, ব্যবসায়ী ও রিকশাচালকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে মাস্ক, সাবান ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছে সামাজিক সংগঠন এস এন ডি সি (SNDC) ভোলা জেলা শাখা।
এবং দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাদের মাস্ক পড়ে দোকানে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। শুক্রবার সকালে শহরের প্রেসক্লাব চত্বরে এ মাক্স বিতরণ করে সংগঠনটি ।
এ সময় উপস্তিত ছিলেন এস এন ডি সি (SNDC) ভোলা জেলা শাখা সভাপতি আকাইদ হোসেন, এস এন ডি সি সেন্টাল সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক তানজিল শুভ, জাকিয়া আক্তার, জয়ন্ত সমাদ্দার, আরিফুল হাসান, ইসরাফিল, সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
মাক্স বিতরন কালে সংগঠনের সদস্যরা বলেন, বর্তমানে আমরা করোনা মহামারী সম্পর্কে সকলকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছি। সতর্কতাই পারে এই মহামারী থেকে আমাদের রক্ষা করতে। করোনা ভাইরাসের ভয়াবহতা মাথায় রেখেই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। শুধু তাই নয়, নিজের পাশাপাশি অন্যকেও সেচতেন করতে হবে। তারি ধারাবাহিকতায় আমরা এস এন ডি সি (SNDC) ভোলা জেলা শাখা এই কার্যক্রম হাতে নিয়েছি।
Leave a Reply