রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি:ভোলার লালমোহনে অনুষ্ঠিত হলো চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। সকাল ৮ থেকে শুরু হয় ভোটগ্রহণ। শান্তিপূর্ণভাবে উপজেলায় ভোটগ্রহণ চললেও ভোটার উপস্থিতি ছিল না বললেই চলে।উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় এমন চিত্র। দুপুর ২টায় উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার মাধ্যমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্রে গিয়ে দেখা যায় ওই কেন্দ্রের ৭নং কক্ষে ভোট পড়েছে মাত্র একটি। এ কক্ষে মোট ভোটার ৩২৭ জন। এসময় ওই কক্ষের সামনে দায়িত্বে থাকা এক আনসার সদস্যকে ঘুমাতেও দেখা যায়। যদিও সাংবাদিকদের উপস্থিতি দেখে আনসারের অন্য আরেক সদস্য তরিগড়ি করে এসে তাকে জাগিয়ে তুলেন।
উপজেলা ৩ জন চেয়ারম্যান, ৩জন ভাইস চেয়ারম্যান ও ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রশাসনের কড়া নিরাপত্তায় সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হলেও ভোটার উপস্থিতি নেই বললেই চলে। প্রতিটি কেন্দ্র ফাঁকা রয়েছে। লালমোহন পৌরসভাসহ ৯ ইউনিয়নের ৮০ কেন্দ্রের কোথায় দীর্ঘলাইন চোখে পড়েনি। যা ভোট পড়েছে তা বিচ্ছিন্ন ভাবে এসে ভোট দিয়ে গেছেন ভোটাররা।দুপুর ২টা পর্যন্ত ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্রে ২৫২১ ভোটের মধ্যে কাস্ট হয় ১৮০ ভোট। একই ইউনিয়নের ৩০নং হাসিমিয়া মাজিদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২৯০২ ভোটের মধ্যে ১১০ ভোট কাস্ট হয়। ৩১নং নয়াভাঙ্গনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮৪৮ ভোটের মধ্যে কাস্ট হয় ১৬৮ ভোট।
Leave a Reply