রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশালে পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং কমিটির কার্যক্রম চলার সময় ব্যবসায়ীদের তোপের মুখে পড়েছিলো জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার সকালে নগরীর বাংলা বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় দিপু নামে এক মুদি ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। তিনি জরিমানা কমানোর আর্জি জানালে দায়িত্বরত পুলিশ সদস্যরা ওই ব্যবসায়ীকে লাঞ্চিত করে অভিযোগ তুলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন অন্যান্য ব্যবসায়ীরা।
এ সময় তারা কিছু সময়ের জন্য সড়ক আটকে বিক্ষোভ করেন। অবস্থা বেগতিক দেখে বাজার মনিটরিং কমিটির ভ্রাম্যমান আদালত দ্রুত স্থান ত্যাগ করেন।তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার জানান , পুলিশের সাথে ব্যবসায়ীদের সামান্য ভুল বোঝাবুঝি হলেও পরক্ষনে তা সমাধান হয়ে যায়। বাজার মনিটরিং কমিটির এই কার্যক্রম অব্যহাত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply