সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ¯œাতক (সম্মান) ১ম বর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরীর ৭টি কেন্দ্রে সকাল ১১ টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ১২ হাজার ৫৭ জন।
পরীক্ষা চলাকালীন সময়ে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, সিন্ডিকেট সদস্য বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, গনিত বিভাগের চেয়ারম্যান হেনা রানী বিশ্বাস, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ফজলুল হকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন। এছাড়া নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, সিন্ডিকেট সদস্য এবং কলা ও মানবিক অনুষদের ডিন।
২০১৮-১৯ শিক্ষাবর্ষের ¯œাতক (সম্মান) ১ম বর্ষের ‘ক’, ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন হওয়ায় উপাচার্য বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)’র মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বরিশালবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, সিভিল সার্জনের কার্যালয়, সাংবাদিক, বাস মালিক সমিতি, পরীক্ষার্থী, অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, বিএনসিসি, রোভার স্কাউট ও ছাত্রলীগসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply