বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন
শামীম আহমেদ॥ ॥ বরিশালের বাবুগঞ্জে ৩টি মোবাইল চুরি করায় এক যুবককে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতারা । এ ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ১০টায় বাবুগঞ্জ উপজেলা চত্বরে সোনালী ব্যাংকে।
প্রর্দক্ষদশী সূত্রে জানা যায় সকাল ১০টার দিকে অবঃসর প্রাপ্তরা তাদের পেনশনের টাকা নিতে ব্যাংকে আসেন।এ সময় বাবুগঞ্জ ষ্ট্রীল ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বেদে সম্প্রদায় মোঃ পারভেজ সরদারের ছেলে মোঃ সাগর (১৮) ব্যাংকের ভিতর প্রবেশ করে পেশনধারী গ্রাহকদের পকেট থেকে অভিনব কায়দায় ৩টি মোবাইল ফোন চুরি করায় জনতারা তাকে হাতেনাতে ধরে গনধোলাই দেয়।
এ সময় ব্যাংকে থাকা আনসার সদস্যরা ব্যাংকের মেইন গেট বন্ধ করে দেয়। গ্রহকরা ব্যাংকের ম্যানেজার মোঃ প্রিন্সকে অবহিত করায় তিনি বিমানবন্দর থানা পুলিশ ডেকে তাদের কাছে সোর্পাদ করেছেন।
বিমান বন্দর থানার ওসি এ আর মুকুল জানান, আটককৃত যুবক একজন নেশাখোর তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কমকান্ডের সাথে জড়িত রয়েছে ও মোবাইল চুরির কথা স্বীকার করেছে ।
Leave a Reply