বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥
বরিশাল নগরীর লাইন রোডে আবাসিক হোটেল নূপুর এর মালিক সাকিরুল ইসলাম রাব্বীর বিরুদ্ধে একটি চেক প্রতারনার মামলা দায়ের করা হয়েছে। রবিবার ১২/০৮/২০১৮ ইং তারিখে বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট এর আমলী আদালতে সঞ্জয় কুমার গুহ বাদী হয়ে চেক প্রতারনা মামলাটি দায়ের করেণ। যাহার মামলা নং সিআর ৫৪১/২০১৮ ইং। বিচারক মারুফ আহম্মেদ মামলাটি আমলে নিয়ে সাকিরুল ইসলাম রাব্বীকে আগামী ১৪/১০/২০১৮ ইং তারিখে স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারী করেণ।
সূত্রে জানা গেছে, আবাসিক হোটেল নূপুরের মালিক সাকিরুল ইসলাম রাব্বী মামলার বাদী সঞ্জয় কুমার গুহকে ব্যবসা প্রতিষ্ঠানের জামানত বাবদ পাওনা ৪ লাখ ৮০ হাজার টাকা পরিশোধের জন্য এশিয়া ব্যাংক বরিশাল শাখা বরাবর গত ২৮/০৩/২০১৮ ইং তারিখে একটি চেক প্রদান করেণ। ব্যাংকের একাউন্টে উক্ত টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ একাধিকবার তাকে উক্ত টাকা পরিশোধ করার জন্য জানালেও রাব্বী টাকা পরিশোধ না করায় গত ০৮/০৭/২০১৮ ইং তারিখে উক্ত চেকটি ডিজঅনার হয়। পরে আইনজীবির মাধ্যমে এক মাসের সময় দিয়ে গত ০৯/০৭/২০১৮ ইং তারিখে সাকিরুল ইসলাম রাব্বীকে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়। লিগ্যাল নোটিশটি সাকিরুল ইসলাম রাব্বী গ্রহণ না করে ফেরত আসায় সঞ্জয় কুমার গুহ বাদী হয়ে চেক প্রতারণা মামলাটি দায়ের করেণ।
Leave a Reply