শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি:প্রশাসনের চোখ ফাকি দিয়ে বরগুনার বিষখালী নদীতে কারেন্টজাল দিয়ে নির্বিচারে মাছ শিকার করে কিছু মৎস্যজীবীরা। রোববার দুপুর ২টার দিকে বরগুনার বিষখলী নদীতে দেখা যায়, নদীতে প্রায় ১০ থেকে ১৫ জন মৎসশিকারী অবৈধ কারেন্ট জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে।
মাজেরচর এলাকার স্থানীয় লোকজন জানান , প্রতিদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত তিন থেকে পাচ কেজি পর্যন্ত ইলিশের পোনা সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে এই কারেন্ট জালে।
যা প্রায় চারশ থেকে পনের শত টাকা পর্যন্ত বিক্রি হয়। সরকার কারেন্টজাল ব্যবহার নিষিদ্ধ করলেও জানা যায় অর্থনৈতিক সংকট থাকার করনে এই জাল দিয়ে মাছ শিকার করেন জেলেরা।
এবিষয় বরগুনা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের জানান, আমাদের জনবল সংকট থাকার কারনে চরএলাকার অভিজান পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে। তবে যতটা সম্ভব অভিজান অব্যাহত থাকবে।
Leave a Reply