মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের মধ্যে দুজন সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন। শুক্রবার বিকেলে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ দুজনকেই অ্যম্বুলেন্সে করে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন তাদের সুস্থ হবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরীক্ষায় দ্বিতীয় বারের মতো তাদের করোনা নেগেটিভ এসেছে।
গত ১১ এপ্রিল বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ খাকবুনিয়া গ্রামের মো. সেলিম ও একই উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আঙ্গারপাড়া ঘটবাড়িয়া গ্রামের হিরন মিয়ার করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিনই তাদের বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করে চিকিৎসা শুরু হয়। সুস্থ হবার পরে শুক্রবার তাদের বাড়ি পাঠানো হয়েছে।
সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে মো. সেলিম তাবলিগে গিয়ে ঢাকা থেকে করোনা নিয়ে বাড়ি এসেছিল। মো. হিরন নারায়নগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরেছিল।
সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান জানিয়েছেন, বরগুনায় শুক্রবার পর্যন্ত ২৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে দুজন মারা গেছেন এবং দুজন জন সুস্থ হয়েছেন, বাকীরা চিকিৎসাধীন।
Leave a Reply