সোমবার, ০৫ মে ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণের একদফা দাবিতে সোমবার (৫ মে) আড়াই ঘণ্টার অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভে অংশ নেয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্য দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত ও ‘ফ্যাসিস্ট’ শিক্ষকদের পুনর্বাসন করেছেন। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দেওয়া ২২ দফা দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেননি। তারা আরও বলেন, যৌক্তিক আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নামে একের পর এক মামলা করা হলেও, পূর্বের হামলাকারী ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যান্সার আক্রান্ত ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমির মৃত্যুর ঘটনাও তুলে ধরেন। তারা বলেন, “জিমি পাঁচ মাস আগে সহায়তা চেয়ে আবেদন করলেও উপাচার্যের স্বাক্ষর মেলেনি। ফলে তিনি বিনা চিকিৎসায় মারা যান। এ ঘটনা উপাচার্যের অমানবিকতা ও দায়িত্বহীনতার জ্বলন্ত প্রমাণ।”
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, এই একদফার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একাত্মতা প্রকাশ করেছে। বক্তারা বলেন, “এ উপাচার্য গণতান্ত্রিক পরিবেশে চলা একটি বিশ্ববিদ্যালয়ে থাকার ন্যূনতম নৈতিক অধিকার হারিয়েছেন। তাকে অবিলম্বে অপসারণ করতে হবে।”
শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অবিলম্বে উপাচার্য অপসারণ না করা হলে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ গোটা দক্ষিণাঞ্চল শাটডাউন করে দেওয়া হবে।”
এ আন্দোলন চলমান থাকার পরিপ্রেক্ষিতে রোববার থেকে তা একদফার দাবিতে রূপ নেয়। আন্দোলনকারীদের দাবি, “আমরা প্রশাসন নয়, শিক্ষার্থীবান্ধব নেতৃত্ব চাই।”
উপাচার্যের বিরুদ্ধে এসব অভিযোগ সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Leave a Reply