রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন
আমতলী প্রতিনিধি॥ মহামারী করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া বরগুনার আমতলী উপজেলার ১০০ জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ছরোয়ার ফোরকান প্রধানমন্ত্রীর পক্ষে এ মানবিক খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
জানা গেছে, মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও তিন দফা লকডাউনে উপজেলার হাজার হাজার শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পরে। ওই কর্মহীন মানুষের কষ্টের কথা বিবেচনা করে ১০০ জন কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ডাল, চিনি, তৈল, পেঁয়াজ, সেমাই, লবণ, গুড়া দুধ ও সাবান দেওয়া হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ হোসাইন, গাজী মো. ফারুক ও অফিস সহকারী মঞ্জুর আহম্মেদ।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কর্মহীন ১০০ পরিবারের মাঝে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
Leave a Reply