শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জেলা প্রশাসন, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অদ্য ১৯/০৬/২০২০ইং তারিখ বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৭.৩০ ঘটিকা পর্যন্ত পটুয়াখালী সদর এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার এবং মুখে মাস্ক পরিধান না করার অপরাধে ১। মোঃ ফারুক হোসেন (৩৫), পিতা- মোঃ সেকেন্দার আলী, সাং- সদর রোড, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ২০০/- টাকা, ২। মোঃ মহিউদ্দীন (৩০), পিতা- জয়রাত মোল্লা, সাং- আমখোলা, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালীকে ১০০০/- টাকা, ৩। মোঃ মাইদুল (৪০)
, মোঃ শামসুল হক, সাং-সদর রোড, থানা- সদর, জেলা-পটুয়াখালীকে ২০০/- টাকা, ৪। মিন্টু ঘোষ (৫০), পিতা- ক্ষুদিরাম ঘোষ, সাং- ফৌজদরী গলি, থানা- সদর, জেলা-পটুয়াখালীকে ৫০০/- টাকা, ৫। সুবাশ বনিক (৫০), পিতা- নিত্যাসন্দ বনিক, সাং- পুরানবাজার, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ৫০০/- টাকা, ৬। শ্রী রতন চন্দ্র শাহ (৪৫), পিতা- গোপাল চন্দ্র শাহ, সাং- পুরানবাজার, থানা- সদর, জেলা-পটুয়াখালীকে ৫০০/- টাকা, ৭। মোঃ সেলিম মিয়া (৪২), পিতা- মোঃ নুরুল হক সিকদার, সাং- ফৌজদরী, থানা- সদর, জেলা-পটুয়াখালীকে ৫০০/- টাকা, ৮। অমল শীল (৩০), পিতা- যুগল চন্দ্র শীল, সাং- সুবাল হল রোড, থানা- সদর, জেলা-পটুয়াখালীকে ৫০০/- টাকা,
৯। মোঃ মতিন (৪০), পিতা- আবুল কাশেম মীর, সাং- মুকুল মোড, থানা- সদর, জেলা-পটুয়াখালীকে ২০০/- টাকা, ১০। মোঃ শাকিব (৩০), পিতা- মোঃ মিলন মিয়া, সাং- বহাল গাছিয়া, থানা- সদর, জেলা-পটুয়াখালীকে ১০০০/- টাকা, ১১। মোঃ শাহিন সিকদার (২৫), পিতা- মোঃ শাহ আলম সিকদার, সাং- বামন কাঠি, থানা- বাউফল, জেলা-পটুয়াখালীকে ২০০/- টাকা, ১২। বদল চন্দ্র শীল (৩০), পিতা- মিমল চন্দ্র শীল, সাং- বানানীর মোড়, থানা- সদর, জেলা- পটুয়াখালীকে ৫০০/- টাকা, সহ সর্বমোট ৫,৮০০/- টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হাসান মোহাম্মদ সোয়াইব সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ গোলাম সরওয়ার সহকারী কমিশনার, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুনাল্ট চাকমা জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) অধিনায়ক রইস উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার এই বার্তা সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
Leave a Reply