মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : ‘সেশন ফি না দিতে পারায় নতুন বই পায়নি রাজিফা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে আরটিভি নিউজ। সংবাদ প্রকাশের পর নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। সঙ্গে রাজিফাসহ যেসব শিক্ষার্থী বই পায়নি তাদের বই বিতরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন এক বিজ্ঞপ্তিতে রাইগা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে অর্থ আদায় ও পাঠ্যপুস্তক প্রদান না-করায় তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১ জানুয়ারি) বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে বই উৎসব পালনকালে রাইগা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে থেকে সেশন চার্জ ও অন্যান্য বাবদ অর্থ আদায় করা হয়েছে। যেসব শিক্ষার্থী সেশন চার্জ প্রদান করতে পারে নি তাদেরকে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করা হয়নি এই মর্মে অভিযোগ পাওয়া গেছে।
অর্থ আদায় ও শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক প্রদান না করা সরকারি নীতিমালার পরিপন্থি। এ অবস্থায় সরকারি নির্দেশনা অমান্য করায় কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জবাব পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্টদের নিকট দাখিল কারার জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে রাইগা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম শাহ মুঠোফোনে জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে তাকে তিন কার্যদিবসর মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যেহেতু হাতে সময় আছে এখনও নোটিশের কোনো জবাব দেননি। তবে তিন কার্যদিবসের মধ্যে তিনি এর লিখিত জবাব দিবেন। তাছাড়া যারা বছরের প্রথম দিনে বই পায়নি তাদের সবাইকে বই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
Leave a Reply