রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ট্রেড লাইসেন্স বিহিন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় ৯টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। যার মধ্যে মেহেদী কেক হাউস নামের একটি বেকারী সিলগালা করে দেয়া হয়েছে।এছাড়া ট্রেড লাইসেন্স এর বকেয়া পরিশোধ না করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা অর্থ দন্ড প্রদান ও আরো ৯টি ব্যবসা প্রতিষ্ঠান হতে চলতি বছরের বকেয়া ৩৩ হাজার ১৯৯ টাকা আদায় করা হয়।
বুধবার (০৮ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর ২৪ নম্বর ওয়ার্ডস্থ রূপাতলী এলাকায় বরিশাল সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স শাখা এই অভিযান পরিচালনা করেন।অভিযানের নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজ মাহমুদ জুয়েল। এছাড়াও ট্রেড সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম উজ্জল, বিসিসি’র ভেটেনারী সার্জন ও স্যানিটেরী ইন্সপেক্টও রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স শাখার সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম জানান, এক বছরের অধিক সময় ট্রেড লাইসেন্স এর বকেয়া পরিশোধ না করায় রূপাতলী এলাকার টাইলস বিতান, হোটেল রূপাতলী (আবাসীক), নেসারিয়া স্টোর্স এবং আনোয়ার, শরীফ ও ইমন ফল ঘরকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, ‘একই এলাকায় ট্রেড লাইসেন্স বিহিন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় একটি প্রতিষ্ঠান সিলগালা সহ ৯টি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়া হয়। মেহেদী কেক হাউস নামক যে বেকারী প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে সেই প্রতিষ্ঠানের শুধু ট্রেড লাইসেন্সই নয়, বরং কোন প্রকার বৈধ কাগজপত্রই পাওয়া যায়নি।
তাই ওই প্রতিষ্ঠান বাদে তালা ঝুলিয়ে দেয়া বাকি ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স গ্রহনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। যারা লাইসেন্স গ্রহন করবেন তাদের দোকান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ট্রেড সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম।
Leave a Reply