বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে বুধবার বিকেলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ জানাজায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে অংশ নেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জাসাস ঝালকাঠি জেলা আহ্বায়ক মো. মনিরুজ্জামান, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জানাজা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতারা তার রাজনৈতিক জীবন ও স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষায় অবদানের কথা স্মরণ করেন।
জেলা বিএনপির নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেতা। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান চিরস্মরণীয়। নেত্রী ছিলেন জনগণের অধিকার ও স্বাধীনতার প্রতীক।
মিজানুর রহমান মুবিন জানান, “দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ আমাদের মধ্যে বাঁচবে। সেই আদর্শ লালন করেই আমরা আগামী দিনে নেতৃত্ব প্রদান করব। এভাবেই তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদিত থাকবে।”
গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলের মাধ্যমে ঝালকাঠির নেতাকর্মীরা নেত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং তার রাজনৈতিক আদর্শকে ভবিষ্যৎ প্রজন্মে তুলে ধরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
Leave a Reply