রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন
চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলা চরফ্যাশন বাজারে আগত জনসাধারণের মধ্যে করোনাভাইরাস এর বিস্তার বন্ধে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে৷
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২ টায় চরফ্যাশন বাজার সদর রোডে, বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়৷ প্রতিদিন চরফ্যাশন বাজার সদর রোডে সকাল ১০টা এবং বিকেল ৫টায় এক ঘন্টা করে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি চলবে৷
বিনামূল্যে মাস্ক বিতরণ অনুষ্ঠানে হকার্স লীগের প্রধান উপদেষ্টা ও চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মনির উদ্দিন চাষী৷ উপদেষ্টা মাইনুল ইসলাম মনির, সাইফুল ইসলাম সবুজ, হকার্স লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক ফরিদ উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন মহাজন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
এ সময় বক্তারা বলেন, সারাদেশে পূর্বের তুলনায় শীত কালীন সময়ে করোনাভাইরাস এর বিস্তার বৃদ্ধি পেয়েছে৷ তাই চরফ্যাশন বাজারে উপজেলার ১৯টি ইউনিয়ন থেকে আগত জনসাধারণের মধ্যে, যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক পরিয়ে দেয়াই মূল লক্ষ্য৷ বাজারের সকল ব্যবসায়ী বৃন্দ নিয়মিত মাস্ক ব্যবহার এবং মাস্ক বিহীন ক্রেতার নিকট পণ্য বিক্রি বন্ধেরও আহ্বান জানানো হয়৷ চরফ্যাশন বাজার হকার্স লীগের এই মহতী উদ্যোগের জন্য সাধারন জনগন অভিনন্দন জানিয়েছেন৷ চরফ্যাশন বাজারে হকার্স লীগের মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন।
Leave a Reply