বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে বুধবার রাজধানী ঢাকায় সৃষ্টি হয় নজিরবিহীন জনসমাগম। মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়ে শেষ হয় ৩টা ৫ মিনিটে। জানাজা পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
জানাজা শুরুর আগেই আশপাশের এলাকা মানুষের ঢলে পরিপূর্ণ হয়ে ওঠে। বিজয় সরণি থেকে শুরু করে খামারবাড়ি, ফার্মগেট, শাহবাগ, কারওয়ান বাজার ও মোহাম্মদপুর পর্যন্ত সড়কগুলোতে মানুষের উপস্থিতি দেখা যায়। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে শেষ শ্রদ্ধা জানান।
জানাজাস্থলে উপস্থিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।” তার কণ্ঠে আবেগ স্পষ্ট হয়ে ওঠে।
সার্বিকভাবে জানাজা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। খালেদা জিয়ার জানাজা শুধু একটি রাজনৈতিক নেত্রীর বিদায় নয়, বরং একটি অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখছেন উপস্থিত মানুষজন।
Leave a Reply