শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ কলাপাড়া উপজেলার বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে তড়িঘড়ি করে করোনাকালে গোপনে প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয়টির দাতা প্রতিষ্ঠার সন্তান আলমগীর হোসেন তালুকদার এমন লিখিত অভিযোগ করেছেন। তিনি দাবি করছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি সুমন তালুকদার এর যোগসাজশে সহকারী প্রধান শিক্ষক মাহবুব উল্লাহকে নিয়োগ দেয়ার পায়তারা চলছে।
এমনকি ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তার বিদায়কালে ২৯ ফেব্রুয়ারি সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক অনুপস্থিত থাকেন।
এরপরে করোনার দূর্যোগে ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এরই মধ্যে গোপনে নিয়োগ প্রক্রিয়া চালায় সভাপতি সুমন তালুকদার ও সহকারী প্রধান শিক্ষক মাহবুব উল্লাহ। আলমগীর তালুকদার জানান, কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তা তারাসহ এলাকার লোকজন জানেন না।
আগ্রহী কোন যোগ্য প্রার্থী এ কারণে আবেদন করতে পারেননি। মোটা অংকের বিনিময় গোপনে ওই শিক্ষককে প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার প্রক্রিয়া চুড়ান্ত করে রেখেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। লোকমুখে জানতে পারেন যে ৬ জুন এই নিয়োগ পরীক্ষার তারিখ ধার্য করা হয়েছে।
এনিয়ে এলাকার শিক্ষার্থীসহ অভিভাবকরা ক্ষুব্ধ রয়েছেন। এই নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবি করা হয়েছে। এব্যাপারে অভিযুক্ত সভাপতি সুমন তালুকদার জানান, এই নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকে এখন পর্যন্ত কোন ধরনের অনিয়ম করা হয়নি।
শিক্ষক মাহবুব উল্লাহ জানান, যথাযথ প্রক্রিয়ায় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমানকে সাংবাদিকরা এব্যাপারে একাধিকবার মোবাইল করলেও তিনি রিসিভ করেননি।
Leave a Reply