বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: ঈদের দিন রাজধানীসহ সারাদেশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়াবিদ। তবে চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণ হওয়ার সম্ভবনা রয়েছে। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপ্সা গরম অনুভুত হবে।
তীব্র গরমে অতিষ্ঠ মানুষ। তাপমাত্রা উঠানামা করায় স্বস্তি মিলছে না নগরবাসীর। এখন তাদের ভাবনা কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে ঈদের দিন রাজধানীসহ সারাদেশে হালকা ও মাঝারি ধরনে বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে সাথে থাকবে ভ্যাপ্সা গরম। এজন্য মানুষের কিছুটা ভোগান্তি হতে পারে।
তবে চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান আবহাওয়া অফিসের উপ পরিচালক আয়শা খাতুন।
বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশ এলাকায় লঘুচাপ থাকার কারণে বৃষ্টিপাতের পরিমাণ কম। ঈদের দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানালেন আবহাওয়া অধিদপ্তর।
Leave a Reply