রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন
আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন নামে মাত্র। পৌরশহরে লকডাউনের লেশ মাত্র নাই। শহরের ব্যস্ততম স্থানগুলোর দোকানপাট খোলা রেখে ব্যবসা প্রতিষ্ঠান এক পাশ খোলা রেখে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ীক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এছাড়া পৌর শহরের মধ্যে অটোরিকশা, ইজিবাইক , মিশুক ও কিংসুক মোটরসাইকেল চলাচল করছে। উপজেলার অভ্যন্তরীণ রুটে ও বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে।
চৌরাস্তা, বটতলা, এ.কে স্কুল ও পুরান বাজারের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ক্রয় বিক্রয় করতে দেখা গেছে। শহরের মধ্যে অটোরিকশা, ইজিবাইক , মিশুক ও কিংসুক মোটরসাইকেল চলাচল করছে দেদারছে। উপজেলার গ্রামাঞ্চলের হাঁট-বাজারগুলোতে সরকার কর্তৃক ঘোষিত ১৮ দফা নির্দেশনা ও লকডাউন মানতে দেখা যায়নি।
অন্যদিকে সরকারের নির্দেশনা মেনে শতশত অলফা মাহেন্দ্র চালক বেকার হয়ে পরিবার পরিজন নিয়ে অর্ধহারে অনাহারে দিনাতিপাত করছেন। তাদেরকে প্রশাসন গাড়ি চালাতে দিচ্ছে না বলে চালকরা জানান।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, পুলিশ একদিকে ব্যবসা প্রতিষ্ঠান ও ছোট যানবাহন চলাচল বন্ধ করে পুলিশ চলে আসলে আবার ব্যবসা প্রতিষ্ঠান খুলে এবং ছোট যানবাহনের চালকরা গাড়ি রাস্তায় নামায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ভ্রাম্যমাণ আদালত বসানোর অনুরোধ করেছি। আমতলী উপজেলা নির্বাহী অফিসারও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, যারা সরকারের নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply