সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার || ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার দুপুরে নৌযান চলাচল বন্ধ করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল নৌ নিরাপত্তা শাখার উপ-পরিচালক আজমল হুদা মিঠু বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে কেন্দ্রীয় দফতরের নির্দেশে গোটা দক্ষিণাঞ্চলে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়েছে। কেন্দ্র থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ঢাকা-বরিশাল নৌপথে চলাচাল করা বড় লঞ্চসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
এদিকে ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে সকাল থেকে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির হচ্ছে। মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ।
Leave a Reply