শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥
বাবুগঞ্জ-মুলাদী এই দুই উপজেলার প্রত্যান্ত অঞ্চলের অবহেলীত নারীদের উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছেন বরিশাল-৩ আসনের সাংসদ এমপি টিপু সুলতান। তিনি গত একসপ্তাহে তার নির্বাচনী এলাকার প্রত্যান্ত অঞ্চলে গিয়ে নারীদের সংগঠিত করতে সভা-সমাবেশ করে ব্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছেন তার রাজনৈতিক নেতা-কর্মীরা। বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা,মানিককাঠী ও দ্বারিকায় চোখে পরার মত নারী সমাবেশে তিনি নারীদের সচেতনতার লক্ষে বক্তব্য রাখেন।
এরই ধারাবাহিকতায় আজ(৯ আগস্ট) বিকালে দ্বারিকা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ্যাড: শেখ মোঃ টিপু সুলতান নারীদের উদ্বুদ্ধ করনে স্যানিটেশন,বাল্য বিবাহ,জন্ম নিয়ন্ত্রন ও মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন। এসময় তিনি বর্তমান সরকারের নারী বান্ধব বিভিন্ন কর্মকান্ড ও পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। উক্ত সভায় সেকান্দার আলীর সভাপতিত্ত্বে ও যুবমৈত্রীর সাঃ সম্পাদক হাচানুর রহমান পান্নুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা কৃষক সমিতির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা মোক্তার হোসেন মাষ্টার, মোঃ সামসুল হক, যুবমৈত্রীর সভাপতি আলাউদ্দিন খান, সহ-সভাপতি আবু হানিফ হাওলাদার, নারী নেত্রী মায়া বেগম, তাছলিমা বেগম প্রমুখ। বক্তারা নারীদের সর্বাধিক অধিকার নিশ্চিত করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।
Leave a Reply