বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে রাজনৈতিক মামলার আসামি হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা ও আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে চালানো অভিযানে শহরের দুইটি পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন নকিব এবং আওয়ামী লীগ নেতা জাহিদ মোল্লা। পুলিশ জানায়, লিমন নকিবকে কালিজিরা এলাকা থেকে এবং জাহিদ মোল্লাকে নথুল্লাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতরা একাধিক রাজনৈতিক মামলার আসামি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারের পর তাদের ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ঝালকাঠি জেলায় রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা এড়াতে নজরদারি জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ডিবি পুলিশের অভিযান আরও জোরালো করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করলে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply