রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন
বেতাগী প্রতিনিধি॥ ‘মেয়ের চিকিৎসার জন্য কাঁদছেন অসহায় বাবা!’ শিরোনামে গত ৬ মে কালের কণ্ঠের অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশের পর অসুস্থ মেধাবী শিক্ষার্থী শারমিনের পাশে দাঁড়ালেন বরগুনা জেলা প্রসাসক মো. হাবিবুর রহমান। তিনি রবিবার (৩০ মে) ব্রেন টিউমারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী শারমিন আক্তারকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিউরোলজি বিভাগে ভর্তি করানোর ব্যবস্থা করে দিলেন। সেই সঙ্গে তাঁকে আর্থিক অনুদান প্রদান করলেন।
শারমিন বেতাগী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির ছাত্রী। বেতাগী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দিনমজুর আব্দুল হালিমের মেয়ে। তিন ভাই-বোনের মধ্যে শারমিন মেজো। বড় ভাই বেতাগী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এছাড়া চার বছরের এক ছোট বোন রয়েছে। তাঁর মা কুলসুম বেগম গৃহিণী।
এ বিষয় শারমিনের মা কুলসুম বেগম জানায়, ‘পাঁচ সদস্যের পরিবার চলে আমার স্বামীর সামান্য রোজগারে। সাহায্যের জন্য জেলা প্রশাসক যে সহযোগিতা করেছে তা কোনোদিন ভুলবার নয়।’ তিনি আরো বলেন, আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন।
Leave a Reply