শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার তালতলী হাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব হারিয়েছেন এক গরু ব্যবসায়ী। গুরুতর আহত অবস্থায় গরু ব্যবসায়ীকে উদ্ধার করে তালতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিকেলে তালতলী গরুর হাটের পাশের সড়কে এ ঘটনা ঘটে। মো. দুলাল মোল্লা উপজেলার বড়বগী ইউপির তুলাতলী গ্রামের মৃত গগন মোল্লার পুত্র।
আহত মো. দুলাল মোল্লা জানান,গরু এক হাট থেকে ক্রয় করে অন্য হাটে গিয়ে বিক্রি করে সংসার চালাতেন। প্রতি হাটের ন্যায় আজো তিনি গরু ক্রয় করার জন্য ৭৫ হাজার টাকা নিয়ে তালতলী বাজারে আসেন। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তাকে একটি গরু ক্রয় করে দিতে বলেন। তিনি তাদের গরু পছন্দ করতে বলেন। একজন গরু পছন্দ করে আর অন্যজন তাকে নিয়ে চায়ের দোকানে নিয়ে গিয়ে চা ক্ষেতে দেয়। চা খেয়ে গরুর বাজারের পাশের সংযোগ সড়কে গরু নিয়ে আসার কথা বলে দাঁড়িয়ে থাকে। এরপর তার আর কিছু মনে নেই বলে জানান।
তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন পর্যন্ত ঐ ব্যবসায়ী হাসপাতালে রয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply