সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামি করা এবং এখন জামিনে মুক্ত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি শারীরিকভাবে অসুস্থ। মিন্নির পরিবারের সদস্যদের দেওয়া তথ্য মতে, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু মামলার পরবর্তী তারিখ নিকটবর্তী হওয়ায় তাকে ভালো কোনো হাসপাতালে ভর্তি করা যাচ্ছে না।
শর্তসাপেক্ষে জামিন পাওয়া মিন্নি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। বর্তমানে তিনি তার বাবার বাড়িতে অবস্থান করছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মিন্নি অনেকটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছেন। স্বামী রিফাত শরীফের স্মৃতিতে কাতর মিন্নি এখন ভুগছেন একাকিত্বে।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, দুই হাঁটুতে কালো দাগ রয়েছে মিন্নির। হাঁটুর ব্যথায় হাঁটতে পারে না সে। মিন্নি অনেক অসুস্থ।
তার উন্নত চিকিৎসা দরকার। আমরা মিন্নির আইনজীবীর পরামর্শ নিয়েছি। কয়েকদিন পর রিফাত হত্যা মামলার ধার্য তারিখ রয়েছে। ওই তারিখে মিন্নিকে আদালতে হাজির হতে হবে। ওই তারিখের পরে মিন্নির উন্নত চিকিৎসার ব্যবস্থা করব।
Leave a Reply