শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি :
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান ফরিদ (নৌকা) বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে নির্বাচনে অপর দুই স্বতন্ত্র প্রার্থী মোঃ রাসেল (মটরসাইকেল), এ্যাডভোকেট শাহাবুদ্দিন গাজী (আনারস) প্রার্থীতা প্রত্যাহার করেন। চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করেনি।
শম্ভুপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন-২০১৮ রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ শফিকুল হক জানান, আগামী ৩ অক্টোবর বুধবার এই ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ তারিখ নির্ধারিত ছিল। তিনজন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে। যাছাই বাচাই শেষে প্রার্থীতা প্রত্যাহারের শেষদিনে ১৭ সেপ্টেম্বর তারিখে দুই জন প্রতিদ্বন্ধি তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান ফরিদ (নৌকা)কে বিনা প্রতিদ্বন্ধিতায় বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষনা করা হয়।
উল্লেখ্য, তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন। ফলে এই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূণ্য হয়।
বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান ফরিদ বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই যে, তারা আমাকে নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়ে জনগনের সেবা করার সুযোগ করে দিয়েছেন। সুখে দঃখে জনগনের পাশে থেকে তৃনমূল পর্যয়ে দলকে শক্তিশালী করার চেস্টা করবো।
Leave a Reply