রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:‘আমিতো ভালানা ভালা লইয়াই থাইকো’ যার কন্ঠে এ গান সারা দেশের মানুষের মুখে মুখে সেই নিয়ে বরিশালে আসছেন বাউল শিল্পি কামরুজ্জামান রাব্বী। ১৬ এপ্রিল বরিশাল শহীদ মিনারে নাট্য সংগঠন শব্দাবলীর বেশাখী উৎসব গান গেয়ে মাতাবেন তিনি।শুধু কামরুজ্জামান রাব্বীই নন, তার সাথে বরিশালের বৈশাখী উৎসবে বরিশাল বাসিকে মাতাবেন খ্যাতিমান বাউল শিল্পি দিতি সরকার। শব্দাবলীর তিনদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনি দিন বিকালে সঙ্গীত পরিবেশন করবেন তারা।
সংগঠন সূত্রে জানানো হয়েছে, ‘শব্দাবলীর আয়োজনে বাংলা বর্ষবরণে প্রতি বছরের ন্যায় এবারও বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক থেকে তিন বৈশাখ পর্যন্ত তিনদিনব্যাপী শব্দাবলীর বৈশাখ উৎসব এর আয়োজন করেছে। পহেলা বৈশাখ বিকাল ৫ টায় শব্দাবলীর উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সাহান আরা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম-এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। সভাপতিত্ব করেন শব্দাবলী গ্রুপ থিয়েটারের সভাপতি সৈয়দ দুলাল।সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন বরিশাল বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন সমাপনি অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে।
Leave a Reply