শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন
ভোলা সংবাদদাতা॥ ভোলার মনপুরায় কার্গো থেকে চাউলের বস্তা খালাসের সময় পা পিছলে মো: শামীম নামে এক ঘাট শ্রমিক নদীতে পড়ে যায়। পরে গুরুত্বর আহত ওই ঘাট শ্রমিককে বরিশাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
সোমবার দুপুর ১টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরগোয়ালিয়া গ্রামে ওই ঘাট শ্রমিকের বাড়ির সামনে জানাযা শেষে দাফন করা হয়।
এর আগে শনিবার বিকেলে উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টার হাট ঘাটে ঢাকা থেকে ব্যবসায়ীদের মালামাল নিয়ে আসা কার্গো থেকে চাউল খালাসের সময় এই দুর্ঘটনা ঘটে। পরে ওই দিনই দ্রুত বরিশাল হাসপাতালে নিয়ে গেলে রোববার রাতে ওই ঘাট শ্রমিকের মৃত্যু হয়।
মৃত্যুবরণকারী ঘাট শ্রমিক হলেন, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরগোয়ালিয়া গ্রামের বাসিন্দা মো: নুরনবীর ছেলে মো: শামীম (২২)।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। তবে এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply