রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি ॥ভোলায় জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্তিত করার লক্ষ্য নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো: সেলিম রেজা এর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন। এসময় জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক বলেন,আসন্ন রমজানে যেন ভোলার সকল জায়গার বাজারে পন্যের দাম না বারে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। কেউ বাজার সিন্ডিকেট করে দাম বারানের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এসময় তিনি আরো বলেন, ভোলার বিভিন্ন জায়গার যত্রতত্র গড়ে উঠছে অবৈধ করাত কল। এই করাত কল গুলোকে দ্রুত বন্ধ করার পাশাপাশি জেলেদের পুর্নবাসনের চাল নিশ্চিত করা কথা জানান।
এছাড়াও ঈদের আগে ভোলা-লক্ষিপুর ফেরীঘাট কে যাত্রী সুবিধা বৃদ্ধি করার কথাও বলেন।
Leave a Reply