শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি:ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে কুকুরের কামড়ে স্কুল শিক্ষার্থী ও নারী-পুরুষসহ ৩০ জন আহত হয়েছে। আতংকে রয়েছে স্কুল শিক্ষার্থীরাসহ এলাকার মানুষ।মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ওই এলাকায় কুকুরের কামড়ে মোট ৩০ জন আহত হয়।
আহতরা হলেন রায়হান (১৩), জোনায়েদ(০৪), চাঁদ মনি (০৭), জিসান (০৯), ছলেমান(৫০), আসরাফুল(০৩), রুমা বেগম (৩০) সহ মোট ৩০ জন।
আহতরা বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নেয়। আহত জোনায়েদ এর মা জানায়, আমাদের গ্রামে এই ঘটনা প্রথম ঘটেছে, আমরা এলাকায় আতংকে আছি, উত্তর পূর্ব ছোট মানিকা প্রাথমিক স্কুলে কুকুরের ভয়ে শিক্ষার্থীরা আসছেনা, তারা আরো জানায়, এ কুকুরটি কামড় দিয়ে চোখের পলকে হারিয়ে যায়।এব্যাপারে বোরহানউদ্দিন হাসপাতালের টিএস মোঃ জহুরুল ইসলাম সাহিন বলেন, আমরা এ পর্যন্ত কুকুরের কামড়ে আহত ২০ জনকে চিকিৎসা দিয়েছি।
তাছাড়া ভোলা সদর হাসপাতালে অনেকে চিকিৎসা নিচ্ছে।
Leave a Reply