মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি ॥ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর চটকিমারা ৭নং ওয়ার্ডে যৌতুকের দায়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী ও তার পরিবারের লোকজন। মামলা ও নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, প্রায় ১৩ বছর পূর্বে ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ এলাকার ২নং ওয়ার্ডের শাজাহান হাজারীর মেয়ে লিপা বেগমের সাথে বিয়ে হয় চর চটকিমারা ৭নং ওয়ার্ডের জয়নাল আবদীনের ছেলে সিরাজের সাথে। বিয়ের পর কিছুদিন উভয়ের দাম্পত্য জীবন ভালো কাটলেও পরবর্তিতে সিরাজ দুইলক্ষ টাকা যৌতুক দাবী করেন লিপার পরিবারের কাছে।
মেয়ের সুখের জন্য লিপার বাবা জামাই সিরাজকে ৫০ হাজার টাকা যৌতুক প্রদান করলেও শেষ রক্ষা হয়নি গৃহবধু লিপার। স্বামী সিরাজ ও তার পরিবারের লোকজন বাকি দেড় লাখ টাকার জন্য বিগত দিনে প্রায়ই লিপার উপর শারীরিক নির্যাতন চালাত। সর্বশেষ গত ১৩ আগষ্ট ২০১৮ইং তারিখে সিরাজ ও অন্যান্ন আসামীরা উল্লেখিত যৌতুকের টাকাকে কেন্দ্র করে লিপার উপর শারীরিক নির্যাতন চালায়।
এতে লিপার মাথা ও শরীরের বিভিন্ন যায়গায় মারাক্তক যখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে লিপা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৬০৩/১৮। এ মামলায় বর্তমানে লিপার স্বামী সিরাজ জেল হাজতে আটক রয়েছেন। এর পর দিনে দিনে লিপার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। এতে( ২০ অক্টোবর ) শনিবার সকাল ৭টায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় লিপার মৃত্যু হয়। পরে পুলিশ ময়না তদন্তের জন্য লিপার লাশ মর্গে পাঠায়। এ ব্যাপারে লিপার বাবা বাদী হয়ে ৯জনকে আসামী করে ভোলা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ২০ তারিখ দুপুরে পুলিশ ১নং আসামী সিরাজের বাবা ও ভাইকে ভোলা সদর রোড থেকে আটক করেন।
Leave a Reply