শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দুই ঘণ্টার ব্যবধানে একই স্থানে একটি যাত্রীবাহী বাস ও একটি মালবাহী ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। সেখানে বাসচাপায় খোরশেদ আলম (৬৭) নামের এক বাকপ্রতিবন্ধী পথচারী নিহত হয়েছেন। খোরশেদ উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বুধবার (৩০ মার্চ) সকাল ৯টা ও বেলা ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার আবুল বাজার মুচিরপোল এলাকায় নির্মাণাধীন কালভার্টের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালের দিকে একটি বাস ভোলা সদর উপজেলা থেকে চরফ্যাশন যাওয়ার উদ্দেশে যাত্রা শুরু করে। নির্মাণাধীন ওই কালভার্টের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পার্শ্ববর্তী একটি দোকানে ঢুকে যায়। এ সময় সেখানে থাকা খোরশেদ নামের বাকপ্রতিবন্ধী এক পথচারী নিহত হন।
অন্যদিকে বেলা ১১টার দিকে একটি ট্রাক উল্টে গিয়ে নির্মাণাধীন ওই কালভার্টের খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশের জিম্মায় রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply