শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কার্যালয় ও ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ কার্যালয়টি নির্বাচন কালীন সময়ে কুতুবা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করেন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার মানিকারহাট বাজারে দুর্বৃত্তরা কার্যালয়টি আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করে চেয়ারম্যান প্রার্থী নাজমুল আহসান জোবায়েদ।
এদিকে এঘটনায় শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
চেয়ারম্যান প্রার্থী নাজমুল আহসান জোবায়েদ অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের কাজী মো. কামালের লোকজন গভীর রাতে তার কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে বাজার পাহাদার ও স্থানীয়রা এসে আগুন নেভায়। অগ্নিকাণ্ডে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে বলেও অভিযোগ করেন এ চেয়ারম্যান প্রার্থী।
এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী কাজী মো. কামাল বলেন, তার কার্যালয়ে আগুন দেওয়ার মতো সময় আমার নেই। সে নিজেই আগুন দিয়ে একটি নাটক সাজিয়ে আামকে দোষারোপ করছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, আগুন লাগানোর ঘটনা আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply