শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
বাবুগঞ্জ(বরিশাল)সংবাদদাতা ঃ বরিশালের বাবুগঞ্জে আলোচিত অবলা রানী দাসের হত্যা মামলায় গেস্খফতারকৃত আসামী শিল্পী বেগম ও হেলেনা আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দিয়েছে। তুচ্ছ ঘটনার জের ধরে তারা এক বৃদ্ধা অবলা রানীর ওপর হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে।
হামলার ঘটনায় অবলা রানী নিহত হওয়ার ২৪ ঘন্টার আগেই পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বরিশালের বন্দর থানা ধানাধীন দিনারের পোল নামক এলাকা থেকে এয়ারপোর্ট থানার ওসি আব্দুর রহমান মুকুল আসামি শিল্পী বেগম,হেলেনা ও কমলা বেগমকে আটক করে।
আটক শিল্পী বেগম ও হেলেনা মঙ্গলবার বিকালে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে জবানবন্দি দেয়। বিজ্ঞ আদালতের বিচারক মোঃ আনিচুর রহমান ১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তি রেকর্ড করেন।
উল্লেখ্য পথচলাকে কেন্দ্র কওে গত রোববার(৭ অক্টোবর) সকাল ১০টায় অবলা রানী দাসের সাথে বাকবিন্ডতার এক পর্যায় উভয়ের মধ্যে হামলায় এক পর্যায় অবলা রানী দাস লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে গিয়ে মারা যায়।।
Leave a Reply