শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
মামুন আহমেদ, বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়া প্রতিবছরের ন্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ মো. শাহে আলমের মহতি উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ব্যানারে আগামী ২৯, ৩০ ও ৩১ আগস্ট দিনব্যাপী বিদ্যালয় ক্যাম্পাসে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে।
২৬ আগস্ট থেকে শুরু হওয়া রোগীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ২৮ আগস্ট পর্যন্ত চলবে। বিশেষজ্ঞসহ দেশের খ্যাতনামা চিকিৎসকরা উক্ত ক্যাম্পে বিভিন্ন্ রোগের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবেন। এছাড়াও রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হবে।
Leave a Reply