শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি ॥
মাদক বিরোধী অভিযান সারাদেশে অব্যহত রয়েছে। মাদক নির্মুলে বানারীপাড়া থানা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। গত শনিবার রাত আনুমানিক ১.৩০ মিনিটের সময় বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দড়িকর গ্রাম থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে আসামীদের ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। বানারীপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ মোশারেফ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম, মোঃ মামুন হোসেন, ওলিউল্লাহ, এইচ এম ফয়সাল আসামীদের আটক করে বানারীপাড়া থানা হেফাজতে নিয়ে আসে। আসামীরা হল মোঃ স্বপন গরামী(৩৬), মোঃ বেল্লাল হোসেন বালী(৩৫) এবং ঘটনা স্থল থেকে পালিয়ে যাওয়া আসামী সোহেল হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে উপ-পরিদর্শক পুলিশ মোঃ মোশারফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
Leave a Reply