রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি:
অতিরিক্ত মদ্যপানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৫ মামলার আসামি আলী ঘরামী (২৮) শনিবার দুপুরে মারা গেছে। সে জেলার গৌরনদী পৌর এলাকার ১নং ওয়ার্ড সুন্দরদী গ্রামের মৃত হোসেন ঘরামীর পুত্র।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় অতিরিক্ত মদ্যপানে আলী ঘরামী গুরুত্বর অসুস্থ হয়ে পরে।
তাৎক্ষনিক তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আলী ঘরামী মারা যায়। গৌরনদী মডেল থানার এসআই তাজেল হোসেন জানান, নিহত আলী ঘরামীর বিরুদ্ধে গৌরনদী, কালকিনিসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৫টি মামলা রয়েছে।
Leave a Reply